News

আইআইইউসি’র ভিসি হিসাবে যোগদান করলেন প্রফেসর গোলাম মহিউদ্দিন

আইআইইউসি’র ভিসি হিসাবে যোগদান করলেন প্রফেসর গোলাম মহিউদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর, সাবেক সিন্ডিকেট সদস্য এবং ব্যবসায় প্রশাসন অনুষদের দুই মেয়াদের ডীন প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর হিসাবে যোগদান করেছেন। তাঁর নিয়োগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও আইআইইউসি’র চ্যান্সেলর অনুমোদন করেছেন।
বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১(১) অনুসারে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ এর প্রস্তাবক্রমে মহামান্য রাষ্ট্রপতি ও আইআইইউসি’র চ্যান্সেলর আগামী ৪ বছর মেয়াদের জন্য প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিনকে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত করেন ।
৩৯ বছরের শিক্ষকতা জীবনের সমৃদ্ধ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষকতায় যোগদান করেন। ১৯৯৪ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর পদে নিয়োগ পান। ১৯৯৮ সাল থেকে তিন বছর মেয়াদে তিনি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রফেসর গোলাম মহিউদ্দিন দুইবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্বাচিত ডীন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিন্ডিকেট সদস্য ছিলেন।
প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন ১৯৫২ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা (মোবারকখীল) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম মোসাম্মৎ আমেনা খাতুন ও পিতার নাম মৌলভি আবু সোলায়মান । তাঁর দাদা মাওলানা প্রফেসর সিদ্দিক আহমদ কোলকাতা মাদ্রাসা ও প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন।
প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন কুমিল্লা বোর্ডের অধীনে গহিরা হাই স্কুল থেকে ১৯৬৯ সালে ১ম বিভাগে এস.এস.সি, কুমিল্লা বোর্ডের অধীনে চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে ১৯৭২ সালে ১ম বিভাগে এইচ.এস.সি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৬ সালে প্রথম শ্রেণীতে ২য় হয়ে বি.কম. অনার্স এবং ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে ১ম শ্রেণীতে ১ম হয়ে এম.কম, ১৯৮৩ সালে আইসিএমএবি থেকে সিএমএ ডিগ্রী এবং ১৯৮৭ সালে আমেরিকার ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ ডিগ্রী অর্জন করেন। বিভিন্ন স্বীকৃত জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি



(মোসতাক খন্দকার)
সহকারী পরিচালক, জনসংযোগ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

Recent News